নির্বাচন

মেহেরপুরে উপজেলা নির্বাচন সম্পন্ন :: ভোটার উপস্থিতি কম

By মেহেরপুর নিউজ

March 24, 2019

মেহেরপুর নিউজ, ২৪ মার্চমেহেরপুরের সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন শেষ হয়েছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তবে মেহেরপুর সদর উপজেলায় ইভিএম প্রযুক্তিতে ভোট গ্রহণ করা হয়। প্রতিটি উপজেলার অধিকাংশ কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি খুবই কম ছিল। ২৫ থেকে ৩০ শতাংশ ভোট পোল হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। মেহেরপুরের তিন উপজেলার মধ্যে সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান পদে অ্যাড, ইয়ারুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন্নেসা লতা বিজয় লাভ করেন। শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। যে কারণে প্রথমবারের মত ইভিএম প্রযুক্তিতে ভোট গ্রহণ করা হলেও ভোটারদের আগ্রহ দেখা যায়নি। তবে ইভিএম ভোট দিতে সন্তোষ প্রকাশ করলেন মিশন প্রাথমিক বিদ্যালয়ের ভোটার মুক্তিযোদ্ধা আব্দুল গনি। তিনি বলেন, খুব সুন্দর সিস্টেমে ভোট দিলাম। কোন ঝামেলা ছাড়াই। হানিফ নামের আরো এক ভোটার জানালেন, এত তাড়া তাড়ি ভোট দিলাম যা কখনোই হয়নি। মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে জিয়াউদ্দিন বিশ্বাস বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছে। ওই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র গাংনী উপজেলায় সবকটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরেজমিনে জেলা বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন করে এরকমক তথ্য পাওয়া যায়। সকাল ৯টা ৩০ মিনিটে সদর উপজেলার চকশ্যামনগর কেন্দ্রে গিয়ে দেখা যায় পুরো কেন্দ্র ফাঁকা। দেড় ঘন্টায় ভোট পোল হয় মাত্র ৪৬টি। ওই কেন্দ্রে ইভিএম প্রযুক্তিতে ভোট নেওয়া হয়। ৯টা ৫০ মিনিটে মেহেরপুর শহরে মিশন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় একই চিত্র। ওই সময়ে ওই কেন্দ্রে ভোট পোল ১২৭টি।এ কেন্দ্রে ভোটার ছিল ৩হাজার ৫৫৮টি। সকাল সাড়ে ১০টায় গাংনীর গাড়াডোব কেন্দ্রে গিয়ে দেখা যায়। কেন্দ্রের প্রবেশমুখে বিভিন্ন প্রার্থীর সমর্থথকদের মধ্যে উত্তেজনা চলছে। আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা অন্য কোন প্রার্থীর ভোটারদের সিল্প নিতে দিচ্ছে না এবং তাদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে। এমন অভিযোগ করলেন ¯^তন্ত্র প্রার্থী মজিরুল ইসলামের সমর্থক আব্দুর রাজ্জাক। কিছুক্ষন পরে ওই কেন্দ্রে প্রবেশ করলেন ¯^তন্ত্র প্রার্থী মজিরুল ইসলাম ও ¯^তন্ত্র প্রার্থী ওয়াসিম সাজ্জাদ লিখন। তারা দুজনেই অভিযোগ করে জানালেন হেমায়েতপুর, চাঁদপুর, মাইলমারী, চেঙ্গারা, বাঁশবাড়িয়া,সহড়াতলা, গাড়াডোবসহ বিভিন্ন কেন্দ্র ভোটারদের যেতে বাধা দিচ্ছে আওয়ামীলীগ প্রার্থীর লোকজনরা। রিটার্নিং অফিসারকে মৌখিকভাবে অভিযোগ দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই কেন্দ্রে ২৩৭৬ ভোটের মধ্যে পোল হয়েছে ১২৭টি। সকাল ১১টার দিকে গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়েও দেখা যায় কেন্দ্র ফাঁকা। তবে এর মধ্যে সেখানে ২৪১৩টি ভোটের পোল হয়েছে ৩৮৮টি ভোট। সকাল সাড়ে ১১ টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েও দেখা যায় ফাকা। সেখানে ৩হাজার ৬৫৯ ভোটের পোল হয়েছে ১১৮৩ ভোট। এর আগে জাল ভোট দেওয়ার চেষ্টায় ওই কেন্দ্র থেকে একজন আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ভ্রাম্যমান আদালতের টিম। দুপুর ১টার দিকে সদর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় একই চিত্র। তবে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো: নাজমুল হক জানান, সকালে এই কেন্দ্রে ভোটারদের একটু চাপ ছিল। বেলা বাড়ার সাথে সাথে চাপ কমেছে। ২ হাজার ৫৮০ ভোটের মধ্যে তখন পর্যন্ত পোল হয়েছে ৮৬৩ ভোট। দুপুর ২টার দিকে আমঝুপি কেন্দ্রে গিয়ে দেখা যায় ওইকেন্দ্রে ভোটরশুন্য। ৩হাজার৬৩৪ ভোটের মধ্যে পোল হয়েছে ৫৯০ ভোট। দুপুর সোয়া দুইটায় পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৩০৫ ভোটের মধ্যে পোল হয়েছে ৫০১ ভোট। মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী জানান, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মৌখিকভাবে কিছু অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক সমাধান করেছি। তিনি ধারণা করে জানান, ২৫ থেকে ৩০ শতাংশ ভোট পোল হয়েছে পুরো জেলায়।