শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে উৎসবমূখর ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ৪ হাজার ৩’শত ৮৮ জন

By মেহেরপুর নিউজ

February 03, 2013

মুজাহিদ মুন্না,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ফেব্রুয়ারী: উৎসবমূখর ও নকলমুক্ত পরিবেশে ছাত্রছাত্রীরা ১ম দিনের এসএসসি পরীক্ষা সম্পন্ করলো।মেহেরপুর জেলার তিন উপজেলায় মোট ১০টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার মোট ৪ হাজার ৩শত ৮৮জন ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশ  নিয়েছে বলে জানা গেছে।তবে কোথায় কোনো শিক্ষার্থী বা শিক্ষক বহিস্কারের ঘটনা ঘটেনি। মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন,পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন,মেহেরপুর শিক্ষা অফিসার এসএম সাইয়েদুর রহমান ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।। মেহেরপুর শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলায় ১০টি কেন্দ্রে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলির মধ্যে এসএসসির জন্য ৫টি কেন্দ্র সেগুলো হলো, মেহেরপুর সরকারী বালক বিদ্যালয়,মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়,গাংনী পাইলট মাধ্রমিক বিদ্যালয়,বামুন্দি-নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় ও মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়।  ভোকেশনাল কেন্দ্র হচ্ছে ৩টি সেগুলো হলো, কবি নজরুল ইসলাম শিক্ষা মঞ্জিল,গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মুজিবনগর দাখিল মাদ্রাসা। এছাড়া দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে  ২টি কেন্দ্রে সেগুলি হচ্ছে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা ও গাংনী দাখিল মাদ্রাস। এছাড়া জেলার তিন উপজেলার পরীক্ষার্থীর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১হাজার ৬শত ৩৩জনের  ৯’শত ৩৬ জন ছাত্র ও ৬’শত ৯৭ জন ছাত্রী,গাংনী উপজেলায় ১হাজার ৯’শত ৬৬জনের  ১হাজার ২’শত ৩৭ জন ছাত্র ও ৭’শত ২৯ জন ছাত্রী এবং মুজিনগর উপজেলায় ৭’শত ৮৯ জন ছাত্রছাত্রী এ পরীক্ষায় অংশ নিয়েছে।