ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে উৎসব মুখোর পরিবেশে প্রতীমা বিসর্জন

By মেহেরপুর নিউজ

October 24, 2012

আবু আক্তার, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ অক্টোবর: ‍বলো দূর্গা মাকে”এভাবে মুখে আওয়াজ তুলে দুপুর থেকে মেহেরপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপ গুলোতে হিন্দু সনাতন ধর্মালম্বীদের আনন্দ উৎসব শুরু হয়। শহরের রাস্তায় রাস্তায় দূর্গা মাকে নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে যুবক,যুবতিরা। সন্দ্ধ্যা যত কাছে আসে উৎসব যেনো তত বারে। পশ্চিম আকাশে   সূর্ষ আড়াল হওয়ার পরে শহরের ভৈরব নদীতে প্রথমে শ্রী শ্রী কালী মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পানি কম থাকায় একটু কষ্ট করে মা দূর্গা কে বিদায় দিতে হয়েছে বলে জানান, পূজা উৎযাপন কমিটির সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ। এর পরে নায়েব বাড়ির প্রতিমা বিসর্জন। মালোপাড়ার প্রতিমা, হালদার পাড়ার প্রতিমা সর্ব শেষে মেহেরপুর শহরের সব চেয়ে বড় প্রতিমা হরিসভার বিসর্জন দিয়ে এবছরের প্রতিমা বিসর্জন শেষ হয়। এদিকে প্রতিমা বিসর্জন দেওয়া দেখতে ভৈরব নদীর দুই ধারে  কয়েক হাজার নারী- পুরুষের ভিড় জমায়। এবছর মেহেরপুর জেলায় যথযোগ্য মর্যাদায় হিন্দু সনাতন ধর্মালম্বীরা শ্রী শ্রী দূর্গাপূজা উদযাপন শেষে প্রতিমা বিসর্জন দিয়েছে। নেচে-গেয়ে ঢাকের তালে উৎসব মূখর পরিবেশে তাদের দেবী মাকে বিসর্জন দিয়েছে। অনেকে চোখের জলে বুক ভিজিয়েছে। মেহেরপুর জেলায় এবার ৩৫টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হয়েছে। জেলার ভৈরব নদ, কাজলা নদী, মাথাভাংগা নদী সহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। জেলা পূজা উদযাপন কমিটির সদস্য শ্বাশ্বত নিপ্পন জানান, দূর্গাদেবী এবার এসেছিল দোলাই চড়ে আর চলে গেল নৌকাই চড়ে। এবার দূর্গাপূজার উৎসব ভাল হয়েছে। পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি এ্যাড.পল্ল­ব ভট্টাচার্য জানান, জেলায় ঝুঁকিপূর্ণ পূজামন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল দূর্গা উৎসব ভালমত পালন করতে পেরেছি আমরা।