শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে এইচ এস সি পরীক্ষার ফল প্রকাশ।।পাশের হার ৬৪.৩৯ ভাগ

By মেহেরপুর নিউজ

July 28, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই:

চলতি সালে অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলায় শতকরা ৬৪ দশমিক ৩৯ ভাগ, মুজিবনগর উপজেলায় শতকরা ৮৫ দশমিক ০৮ ভাগ, মাদ্রসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলীম পরীক্ষায় মেহেরপুর জেলায় শতকরা ৯৫ দশমিক ২৮ ভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। চলতি সালে অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলার ৫ টি কলেজ থেকে মোট  এ হাজার ১৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ২৪ জন জি পি এ-৫ সহ ৭৪৭ জন  পরীক্ষার্থী পাশ করেছে।  শতকরা ৬৪ দশমিক ৩৯ ভাগ। এর মধ্যে মেহেরপুর যাদুখালী স্কুল অ্যান্ড কলেজ  থেকে ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৭৪ দশমিক ২৪ ভাগ। মেহেরপুর সরকারি মহিলা কলেজ থেকে ৩৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৬ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৬৬ দশমিক ১২ ভাগ। মেহেরপুর সরকারি কলেজ থেকে ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৩ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৬৫ দশমিক ৪৬ ভাগ। মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ থেকে ৩৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৪ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৬৪ দশমিক ০৪ ভাগ। মেহেরপুর এ আর বি ডিগ্রি কলেজ থেকে ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৪৬ ভাগ। মুজিবনগর ডিগ্রি কলেজ থেকে ২১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৪ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৮৫ দশমিক ৯৮ ভাগ।  মহাজনপুর কলেজ থেকে ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৮২ দশমিক ৭১ ভাগ। মাদ্রসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলীম পরীক্ষায় সদর উপজেলার আমঝুপি মাদ্রাসা থেকে ১৪ জন, মুজিবনগর উপজেলার মানিকনগর মাদ্রাসা থেকে ১০ জন পরীক্ষায় অংশ নিয়ে সকলেই পাশ করেছে।  মাদ্রাসার পরীক্ষায় গাংনীর হাড়াভাঙ্গা মাদ্রাসা থেকে ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৯৫ দশমিক ২৩ ভাগ। মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা থেকে ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৯৩ দশমিক ৪৭ ভাগ। গাংনী মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৯৩ দশমিক ৩৩ ভাগ।