বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে একটি রাইচ মিল ভাংচুর করেছে প্রতিপক্ষরা

By মেহেরপুর নিউজ

January 12, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারী : মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামে মামুন রাইচ মিল ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এবিষয়ে মেহেরপুর সদর থানায় একটি  অভিযোগ করেছে মিল মালিক । মিল মালিক আশাদুল ইসলাম জানান, একই গ্রামের বারাকপুর পাড়ার জামাত আলীর সাথে দির্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে এর জের ধরে জামাত আলী তার লাঠিয়াল বাহীনি নিয়ে আশাদুলের মামুন রাইচ মিলে হামলা চালিয়ে রাইচমিল ভাঙচুর ও রাইচ মিলের মেশিন তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন। তিনি আরো জানান, মিলে থাকা দুটি রাইচ মেশিন, একটি মটর সহ বিভিন্ন জিনিস তারা নিয়ে গেছে। মেহেরপুর সদর থানার ওসি জানান, এবিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।