ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন

By মেহেরপুর নিউজ

February 21, 2015

মেহেরপুর নিউজ,২১ ফেব্রুয়ারি:

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারের পাদদেশে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার মানুষ। রাত ১২ টা ১ মিনিটে মেহেরপুর শহীদ সামুসজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার

বানু, জেলা ও দায়রা জজ রবিউল হাসান, পুলিশ সুপার হামিদুল আলম, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হীরা, পৌরসভার পক্ষে কাউন্সিলর মনিরুল ইসলাম, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, উপজেলা সভাপতি জুলফিকার আলী, শহর সভাপতি মাহফুজুর রহমান পোলেন, কলেজ শাখার সভাপতি তৌহিদুল ইসলাম. মেহেরপুর

সরকারী মহিলা কলেজের পক্ষে প্রভাষক নুরুল আহমেদ, পৌর কলেজের পক্ষে অধ্যক্ষ একরামুল আযীমসহ উদিচি শিল্প গোষ্টী, নাশনাল আওয়ামী পার্টি,পাবলিক লাইব্রেরী, ব্লাক এন্ড হোয়াইট ব্যান্ড এসোসিয়েশন, সাহিত্য পরিষদ, মেহেরপুর থিয়েটার, অ্যারিষ্টো কম্পিউটার, অরণী থিয়েটার, প্রজন্ম মুজিবনগর, গনজাগরণ মঞ্চ, সুজন, অরনী চিলড্রেন থিয়েটার, বঙ্গবন্ধু শিশু একাডেমী, নজরুল একাডেমী, শিল্পকলা একাডেমী, সড়ক বিভাগ, বঙ্গবন্ধু পরিষদ, আইনজীবি সমিতি, শ্রমিক লীগ,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, রাসেল স্মৃতি সংঘ, বাস্তহারালীগ, উপজেলা কৃষকলীগ, আনছার ও ভিডিপি, কৃষিবিদ ইনষ্টিটিউশন, গনপূর্ত বিভাগ, জাতীয় মহিলা সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা পক্ষ থেকে কর্মকর্তারা একে একে পুষ্পমাল্য অর্পন করেন।