মেহেরপুর নিউজ,৩১ মার্চ: গাঁজা রাখার দায়ে শাহাদত নামের এক মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। কারাদন্ডপ্রাপ্ত শাহাদত সদর উপজেলার আমঝুপি গ্রামের আত্তাবের ছেলে।
মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীনুজ্জামান এ আদেশ দেন। ভ্রাম্যমান আদালতের বিচারক শাহীনুজ্জামান জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯ (টেবিল-ক) ধারায় দোষী সাবাস্থ্য হওয়ায় শাহাদত কে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। এর আগে মেহেরপুর ডিবির এস আই ফজলুল হক আমঝুপিতে অভিযান চালিয়ে শাহাদত কে ২০ গ্রাম গাঁজা সহ আটক করে।