বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এক চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল

By মেহেরপুর নিউজ

December 04, 2016

মেহেরপুর নিউজ, ০৪ ডিসেম্বর: মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক চেয়ারম্যান প্রার্থীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষে এ তথ্য নিশ্চিত করেছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পরিমল সিংহ । প্রার্থী বাতিল হলো যাদের তারা হলেন: চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ব্যাবসায়ী হাবিবুর রহমান, সদস্য প্রার্থী ৯ ন¤র ওয়ার্ডের আব্দুল মান্নান, ১২ নম্বর ওয়ার্ডের নুরুল আমিন ও আমিনুল বারি  এবং ৩ নম্বর (৭,৮,৯ নম্বর ওয়ার্ডের) সংরক্ষিত সদস্য প্রার্থী মনোয়ারা খাতুন। জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, চেয়ারম্যান পদে হাবিবর রহমান মেহেরপুরের ভোটার  না।  যে কারণে তার প্রার্থীতা বাতিল হয়েছে। এছাড়া সদস্যদের মধ্যে ৯ নম্বর ওয়াডের সদস্য প্রার্থী আব্দুল মান্নান হলফনামা জমা দেননি এবং ১২ নম্বর ওয়ার্ডের নুরুল আমিন ও আমিনুল বারি একজনকে প্রস্তাবক হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এসকল কারণে তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। চেয়ারম্যান পদে যে চার প্রার্থী টিকে থাকলেন তারা হলেন আ.লীগ প্রার্থী এ্যাড. মিয়াজান আলী, আ.লীগের তিন বিদ্রোহী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহিদুজ্জামান খোকন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় এক জনসহ ৪জন, সদস্য পদে ৫৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।