আইন-আদালত

মেহেরপুরে এক জনের ১৪ বছর কারাদন্ড

By মেহেরপুর নিউজ

January 22, 2018

মেহেরপুর নিউজ, ২২ জানুয়ারী: মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় খাইরুল ইসলাম নামের এক ব্যাক্তির ১৪ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদলতের বিচারক মোহাঃ গাজী রহমান এ আদেশ দেন।

দন্ডিত খাইরুল ইসলাম সদর উপজেলার উজলপুর গ্রামের আসাদুল হকের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৬ জুন সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের লুৎফর রহমানের মেয়ে রুমিয়া খাতুনকে অপহরণ করেন খাইরুল ইসলাম। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার নামে সদর থানায় একটি মামলা করা হয়।

মামলায় তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতের বিচারক সাক্ষীদের সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধ আদেশ দেন। মামলায় ৭জন তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্র পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্রাচার্য এবং আসামি পক্ষে মিয়াজান আলী আইনজীবীর দায়িত্ব পালন করেন।