আইন-আদালত

মেহেরপুরের আমঝুপি থেকে এক ট্রাক আম জব্দ করেছে প্রশাসন

By মেহেরপুর নিউজ

May 18, 2016

মেহেরপুর নিউজ, ১৮ মে: মেহেরপুর সদর উপজেলার আমঝুপির বিভিন্ন বাগান থেকে পরিপক্ক হওয়ার আগে ভেঙে বাজারজাতকরণের চেষ্টার অভিযোগে এক ট্রাক হিমসাগর জাতের আম জব্দ করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। জব্দ কৃত আমসহ ট্রাকটিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নেয়া হয়েছে। যার মধ্যে তিনশ ক্যারেট আম আছে বলে জানা গেছে। প্রসঙ্গত, ২৫ মে এর আগে মেহেরপুরের কোনো বাগান থেকে হিমসাগর আম না ভাঙার নির্দেশনা দেয়া হয়। জেলা প্রশাসন , পুলিশ প্রশাসন ও আমব্যবসায়ীদের নিয়ে এক যোথ সেমিনার থেকে সিদ্ধান্তক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতিমুনাফার লোভে এক সপ্তাহ আগে থেকেই আম বাজার করার চেষ্টা চালায়। বুধবার  সন্ধ্যারাতে গোপন সংবাদে খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবোয়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট’র টিম আমঝুপি থেকে ওই আম কোঝাই ট্রাকটি আটক করে জেলাপ্রশাসকের কার্যালয়ে নিয়ে আসে। বিস্তারিত আসছে……..