বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

By মেহেরপুর নিউজ

January 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারী: মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সিমান্ত  থেকে গ্রামবাসীর  সহয়তায় এক জন ভারতীয়  বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি । আজ বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে মেহেপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ভিতরে অবৈধ ভাবে ভারতীয় বিএসএফ সৈনিক কুলিন্দ বিন্দু সিং বাংলাদেশের আভ্যান্তরে প্রবেশ করে ঘুরা ফিরা করতে থাকে । বাংলাদেশ অভ্যন্তরে ভারতিয় বিএসএফ সদস্যকে  স্থানিয়রা বাংলাদেশের মাটিতে দেখতে পেয়ে দ্রুত আনন্দবাস ক্যাম্পে খবর দিলে ক্যাম্পকমান্ডার হাবিলদার আবু মুসা ও তার সঙ্গিয় ফোর্স নিয়ে ভারতিয় বিএসএফ সৈনিক কুলিন্দ বিন্দুকে আটক করে আনন্দবাস কাম্পে নিয়ে  আসে। আনন্দবাস ক্যাম্প কমান্ডার হাবিলদার আবু মুসা বলেন, আমরা গ্রাম বাসির কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে যেয়ে ভারতিয় বিএসএফ সৈনিক কুলিন্দ সিংকে আটক করি। কুলিন্দ সিং ভারতিয়  ভাটগাছি ক্যাম্পের সৈনিক । এবিষয়ে উচ্চপর্যায়ে জানানো হয়েছে । উচ্চপর্যায়ের পতাকা বৈঠকের  মাধ্যমে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করা হবে।