আইন-আদালত

মেহেরপুরে এক ব্যক্তির ৩ বছর সশ্রম করাদন্ড

By মেহেরপুর নিউজ

August 13, 2018

মেহেরপুর নিউজ, ১৩ আগষ্ট : ফেন্সিডিল রাখার অভিযোগে মোতালেব হোসেন নামের এক ব্যক্তিকে ৩ বছর সশ্রম করাদন্ড ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দিয়েছেন আদালত। গতকাল সোমবার মেহেরপুরের অতিরিক্ত জজ ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এই রায় দেন। দন্ডিত মোতালেব মেহেরপুরের গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের হারান মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানাগেছে ২০১৬ সালের ৯ জানুয়ারী গাংনী থানার ভবানীপুর ক্যাম্পের এএসআই ফজর আলী নেতৃত্বে মোতালেব হোসেনের বাড়ি অভিযান চালিয়ে ২০ বোতাল ফেন্সিডিল সহ মোতালেবকে আটক করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৫বি (১) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-৮। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৭ জন সাক্ষি তাদের সাক্ষ প্রদান করেন। এতে মোতালেব দোষী প্রমান্তি হওয়ায় আদালত তাকে ৩ বছর সশ্রম করাদন্ড ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দেন। মামলার রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামী পক্ষে এ্যাড. কামরুল হাসান কৌশুলী ছিলেন।