আইন-আদালত

মেহেরপুরে এক ব্যক্তির ৯ বছরের কারাদন্ড

By মেহেরপুর নিউজ

April 19, 2018

মেহেরপুর নিউজ, ১৯ এপ্রিল: মেহেরপুরে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে ৯ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ আসামীকে খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত আসামী হলেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তর পাড়ার মৃত গোলজার হোসেন শেখ এর ছেলে মোঃ আলমগীর কবির তানসেন।রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।মামলায় ৮ জন সাক্ষী সাক্ষ্য দেয়।

মামলার বিবরণে জানা যায়, রাষ্ট্র বিরোধী প্রচারণা চালানোর অভিযোগে গত গত ১২ জুন ২০১৬ তারিখে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নং আসামী সদর উপজেলার আমঝুপি উত্তর পাড়ার মৃত গোলজার হোসেন শেখের ছেলে মোঃ আলমগীর কবির তানসেনকে আটক করে।পরে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪০ পিচ লিফলেট উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা হয়। যার মামলা নং-২৩। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট মারুফ আহম্মদ বিজন।