মেহেরপুর নিউজ,১৯ এপ্রিল: মেহেরপুরের ক্যামেরুন (৩৫) নামের এক মাদকসেবীকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারাদন্ডপ্রাপ্ত ক্যামেরুন শহরের শিশু বাগান পাড়ার সবেদ আলীরর ছেলে।
রবিবার বিকালে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহিনুজ্জামান তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে গাঁজা রাখা ও সেবন করার অপরাধে ক্যামেরুনকে ১ বছরের কারাদন্ড দেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক শাহিনুজ্জামান জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর টেবিল ৭(ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় পারভেজ কে এ সাজা দেয়া হয়েছে। এর আগে রবিবার বিতকালে ডিবির ওসি আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি টিম শহরের শিশুবাগান পাড়ায় অভিযান চালিয়ে তাকে ৩ গ্রাম গাঁজা সহ আটক করে।