আইন-আদালত

মেহেরপুরে এক মাদক ব্যবসায়ী ৫বছরের জেল

By মেহেরপুর নিউজ

May 26, 2015

মেহেরপুর নিউজ,২৬মে: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের ফেন্সিডিল ব্যবসায়ী মাঞ্জারুলকে ৫ বছর সশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ১ম আদালতের বিজ্ঞ বিচারক। মঙ্গলবার বিকালে স্পেশাল ট্রাইব্যুনাল ১ম আদালতের বিজ্ঞ বিচার মো: রবিউল হাসান ওই রায় দেন। মামলার বিবরণীতে জানা গেছে, ২০০৯ সালের ২৬ জুন মেহেরপুর সদর থানার বারাদি আইস ক্যাম্পের এ এস আই রোকনুজ্জামানের নেতৃত্বে রাজনগর গ্রামের আক্কাস আলীর ছেলে মাঞ্জারুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৭২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। ওই ঘটনায়১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি(২) ধারায় একটি মামলা দায়ের করেন। যার মেহেরপুর থানার মামলা নং-২১। জিআর নং-২৯০/০৯,এসটিসি ৬৫/০৯। মামলায় মোট ১০ জন স্বা্ক্ষী স্বাক্ষ্য প্রদান করেন। এতে মাঞ্জারুল দোষী প্রমানিত হওয়ায় বিচারক তার বিরুদ্ধে ওই রায় দেন। মামলায় রাষ্টপক্ষে পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে খন্দকার অ্যাড. আব্দুল মতিন কৌসুলীর দায়িত্ব পালন করেন।