অন্যান্য

মেহেরপুরে মাদক রাখার অপরাধে এক জনের ৬ মাসের কারাদন্ড

By মেহেরপুর নিউজ

September 22, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২২ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর কলোনী গ্রামের আবুল কাশেমের ছেলে সাহারুলকে মাদক দ্রব্য রাখার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর ১ টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজনিন সুলতানা এ রায় দেন। পুলিশ জানায়, সোমবার সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিতিতে মেহেরপুর সদর থানার এ এস আই সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের ওয়াপদা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সাহারুল কে আটক করে তার কাছে রাখা ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজনিন সুলতানার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়।