অন্যান্য

মেহেরপুরে এক মাদক সেবীর ৬ মাসের কারাদন্ড

By মেহেরপুর নিউজ

September 28, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ সেপ্টেম্বর: মেহেরপুরে মাদক সেবনের দায়ে শরিফুল ইসলাম নামের এক জনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালত।

রোববার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়াবের হোসেন চৌধুরী ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদন্ড দেন। জানা গেছে, বারাদি পুলিশ ক্যাম্পের এস আই আক্তার হোসেন পাশ্ববর্তী বর্শিবাড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে শরিফুল ইসলামকে ১০ পুরিয়া গাজা সহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তার কারাদন্ড দেয়।