বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৫ গুন বৃদ্ধি

By মেহেরপুর নিউজ

June 29, 2018

মেহেরপুর নিউজ, ২৯ জুন: মেহেরপুরের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে গত সপ্তাহের ন্যায় স্থিতিশীল থাকলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের মূল্য ৫ গুন বৃদ্ধি পেয়েছে। যদিও বর্ষাকাল তার পরও মেহেরপুরের বৃষ্টির দেখা নেই। বর্ষার অজুহাতে কাঁচা মরিচ কেজি ১শ টাকা পেরিয়ে গেছে। এছাড়া বাজারে আলুর মূল্য সামান্য বৃদ্ধি পেয়ে কেজি প্রতি ২৪ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে কাঁচা মরিচ পাইকারী বাজারে ২০-২২ টাকায় বিক্রি হলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ ১শ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুক্রবার মেহেরপুরের বাজারে কাঁচামরিচ পাইকারী ৯০-৯৫ খুচরা ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীরা জানান ঝালের আমদানী কম থাকায় ঝালের মূল্য অতিরিক্ত বেড়েছে। এছাড়াও চলতি সপ্তাহে পিয়াজ, রসুন, কলা, শষা, লাউ, পটল, দেশী মুরগী, ব্রয়লার, সোনালী, কক, মুরগী গত সপ্তাহের স্থানেই রয়েছে। একই সাথে ছাগলের মাংস, গরুর মাংস, মহিষের মাংস বিভিন্ন প্রজাতের মাছ বাজারে ২-১ টাকা কম বেশিতে বিক্রি হতে দেখা গেছে। কেবল কাঁচা মরিচের মুল্য অতিরিক্ত বেড়েছে। রোজার শুরুতে মেহেরপুরে কাঁচা মরিচ পাইকারী ৮-১০ টাকায় বিক্রি হলেও এক মাসের ব্যবধানে কেজির পরিবর্তে ১০-১২ টাকা শ বিক্রি হচ্ছে।