ব্যবসা ও বানিজ্য

মেহেরপুরে এডরুক ওষুধ কোম্পানীর এরিয়া ম্যানেজার আক্কাছ আলী লাঞ্ছিত

By মেহেরপুর নিউজ

September 10, 2012

জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ সেপ্টেম্বর: মেহেরপুর শহরের এক ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরবরাহ করার অভিযোগ এনে এডরুক ফার্মাসিটিক্যলস লিঃ এর এরিয়া ম্যানেজার আক্কাছ আলীকে লাঞ্ছিত করেছে ফার্মেসী মালিক। আজ সোমবার বিকালে মেহেরপুর শহরের হোটেল বাজারের মোড়ে এ ঘটনা ঘটে। এএফ ফার্মেসীর মালিক মকলেচুর রহমান  ‍রুবেল মেহেরপুর নিউজকে জানান, কয়েকদিন আগে এডরুক কোম্পানীর এরিয়া ম্যানেজার আক্কাছ আলী’র কাছ থেকে বিভিন্ন প্রকারের ওষুধ ক্রয় করি।

ম্যানেজার আক্কাছ আলী ওষুধগুলোর মধ্যে অর্ধেক ওষুধই মেয়াদ উত্তীর্ণ দিয়েছেন। পরে রোগীরা ওষুধগুলো ক্রয় করে আবার ফেরৎ দিয়েছে। এরিয়া ম্যানেজার  আক্কাছ আলীকে বার বার তাগাদা দেওয়া সত্তেও কোন পদক্ষেপ নেননি। এদিকে ওই কোম্পানীর এরিয়া ম্যানেজার আক্কাছ আলী মেহেরপুর নিউজকে জানান, ওষুধগুলোর এখনো মেয়াদ উত্তীর্ণ হয়নী। তাছাড়া ফার্মেসীর মালিক রুবেলের কাছ থেকে দীর্ঘদিনের পাওনা  ৮ হাজার টাকা চাইতে গেলে নানা ধরনের তাল বাহানা করে। আজ সেমাবার বিকালে টাকা চাওয়ায় উত্তেজিত হয়ে রুবেল আমাকে জন সম্মুখে কলার ধরে  চড় থাপ্পড় মারে। এদিকে রুবেলের পার্শ্বের ব্যবসায়ী রাসেল আহম্মেদ মেহেরপুর নিউজকে জানান, এএফ ফার্মেসী’র মালিক রুবেলের কাছে বেশ কিছু কোম্পানীর প্রতিণিধিরা টাকা পাবে। টাকা চাইতে আসলে প্রায়ই তাদের সাথে অসাদাচরন সহ ভয়ভিতি প্রদর্শন করেন।