বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এডিপি অর্থায়নে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

By Meherpur News

July 09, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে এবং এডিপির অর্থায়নে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে বিভিন্ন রোগীর মাঝে এ সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওষুধ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, ইপিআই সুপার ভাইজার তোফাজ্জল হোসেন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম।

এর আগে মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন।