অন্যান্য

মেহেরপুরে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ডিসেম্বর: মেহেরপুরে জেলা প্রশাসন ও এনজিও ফাউন্ডেশনের উদ্যেগে এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মাহামুদ হোসেনের নেতৃত্বে শিল্পকলা একাডেমি থেকে শুরু করে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুবাহ’র নির্বাহী পরিচালক মইন-উল-আলমের সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহামুদ হোসেন । বিশেষ  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক। বক্তব্য রাখেন সন্ধানী সংস্থার আবু জাফর, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসারেফ হোসেন প্রমুখ।