বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে এবার আমের ফলন বিপর্যয় ।। লোকসানের মুখে বাগান মালিক ও ব্যবসায়ীরা

By মেহেরপুর নিউজ

June 02, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুন: হিমসাগর ও লেংড়া জাতের আমের জন্য প্রসিদ্ধ মেহেরপুর জেলায় এবছর ফলন বিপর্যয় ঘটেছে। বৈরী আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমনে চাষীদের অধিকাংশ আম নষ্ট হয়ে গেছে। ফলে লোকসানের মুখে পড়েছে আম চাষীরা। কৃষি বিভাগের হিসেবে জেলায় ১হাজার ৭০০ হেক্টর জমিতে আম বাগান আছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ২০ হাজার টন আম। কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় উৎপাদনের ৫০ ভাগ পুরণ হওয়ার আশংকা দেখা দিয়েছে। এবার আমের মুকুল এসছিল আশানুরূপ কিন্তু বৈরী আবহাওয়ার কারনে প্রথম দিকে মুকুল ঝরে গিয়েছিল। পরবর্তিতে আম যখন পুষ্ট হওয়ার পথে ঠিক সেই সময় ঝড়ে ফেলে দিয়েছিল গাছের ৪০% আম। তারপরেও যেটুকু আম গাছে টিকে ছিল সেটাও নষ্ট করেছে পোকাতে। ফলে আম চাষী ও ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখিন। শহরের তাতী পাড়ার বাগান মালিক আত্তাব হোসেন জানান, বিভিন্ন কারনে তার বাগানের অধিকাংশ আম নষ্ট হয়ে গেছে। বিশেষ করে কৃষি বিভাগের কোন সহযোগিতা না পেয়ে বিভিন্ন কোম্পানির ঔষধ ব্যবহার করে আমের বেশী ক্ষতি হয়েছে। বাসষ্ট্যান্ডের আম আড়তের মালিক হেলু জানান, এবার আমের আমদানী কম। ফলে খরিদ্দারদের চাহিদা থাকলেও আম দেওয়া যাচ্ছেনা। সদর উপজেলার রায়পুর গ্রামের আম ব্যবসায়ী  আব্দুল কুদ্দুস জানান, তার এবার ২ লাখ টাকা দিয়ে বাগান কেনা ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারনে আম পড়ে গেছে। গাছের বাকি আম পেড়ে বিক্রি করে ১ লাখ টাকা তুলতে পারেনি। একই গ্রামের আম ব্যবসায়ী মুকুল জানান, আমের বাজার দাম ভাল থাকলেও যে আম গাছে আছে তা দিয়ে পুঁজি ঘুরবেনা। এব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস,এম, নূর উদ্দীন আবু আল-হালিম জানান, এবার আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরন হবে না। প্রথম দিকে আমের মুকুল দেখে মনে হয়েছিল এবার আমের বাম্পার ফলন হবে। কিন্তু শেষের দিকে বিভিন্ন করনে আমের ফলন বিপর্যয় ঘটেছে। তিনি মনে করেন ফলন বিপর্যয়ের অন্যতম কারণ হলো  সঠিকভাবে বাগান পরিচর্যা না করা। তারপরেও এবার প্রাকৃতিক দুর্যোগে গাছের অধিকাংশ আম পড়ে গেছে।