শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে এবার গণহিস্টিরিয়ায় শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আক্রান্ত

By মেহেরপুর নিউজ

September 01, 2015

মেহেরপুর নিউজ, ০১সেপ্টেম্বর: একদিনের ব্যবধানে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শিক্ষক,২ ছাত্র সহ ২০ শিক্ষার্থী গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জনকে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই বিদ্যালয় ছুটি দেয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান জানান, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে এসে¤^লি করার সময় সুমন নামের এক ছাত্র অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মাথায় পানি ঢালার সময় একে একে আরো ৪ শিক্ষক,১ ছাত্রসহ ১৪ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মধ্যে গুরুতর ১৩জনকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি মনস্তাত্তিক রোগ। কিছুক্ষনের মধ্যে তারা সুস্থ হয়ে উঠবে। এর আগে গত রোববার মেহেরপুর সদরের শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অর্ধশত ছাত্রী একই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে।