বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে “এমডিজি অর্জন ও এসডিজি অর্জনের পথে বাংলাদেশ” শীর্ষক আলোচনা

By মেহেরপুর নিউজ

January 13, 2018

মেহেরপুর নিউজ, ১৩ জানুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী উন্নয়নের মেলার শেষ দিনে “এমডিজি অর্জন ও এসডিজি অর্জনের পথে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহীদ সামছুজোহা নগর উদ্যানের মফিজুর রহমনা মুক্ত মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যপক ড. আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বশির আহামেদ।