মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ এপ্রিল: মেহেরপুর স্পোর্টস অর্গানাইজেশনের উদ্যোগে মরহুম ছহিউদ্দিন স্মরনে এমসিএল টি২০ ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় ঢাকা লার্ণ ক্রিকেট একাডেমী জয়লাভ করেছে। সোমবার সকালে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ঢাকা লার্ণ ক্রিকেট একাডেমী ৫ উইকেটে মেহেরপুর লাল দলকে পরাজিত করে। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর লাল দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাইফুল ৬৩ ও রাজবা ২১ রান সংগ্রহ করে। ঢাকা লার্ণের রাজিব ও বাকি ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ঢাকা লার্ণ ক্রিকেট একাডেমী ১৮ ওভার ৪ বল খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে রাজিব ৫২ এবং রকিব ৩৭ রান সংগ্রহ করে। এদিকে বিকালে একই মাঠে টুর্নামেন্টের অপর খেলায় মুন্সিগঞ্জ সংহতি সংঘের সাথে মোকাবেলা করবে মেহেরপুর সবুজ দল।