মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল: মেহেরপুরে স্বাধীনতাত্তোর এস এস সি ৭২ ব্যাচের (২ ব্যাচের) উদ্যোগে শুক্রবার মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এক মিলন মেলার আয়োজন করা হয়। আলমগীর খান ছাতুর সভাপতিত্বে মিলন মেলায় ৭২ ব্যাচের এস এস সি পরীক্ষার্থীরা প্রায় ৪০ বছর পরে একত্রিত হয়ে আবেগে আপুত হয়ে পড়েন। এসময় সেখানে বক্তব্য রাখেন মামনুর আহমেদ, মুজিবুল হক খান চৌধুরী হেলাল, আক্তার হোসেন, সহকারি অধ্যাপক সাইদুর রহমান, প্রভাষক আফতাবউদ্দিন, শাইখুজ্জামান খান, অ্যাড. আব্দুল জব্বার, মাসুদুল হাসান, আব্দুল কুদ্দুস, মাজেদা খাতুন প্রমুখ। পরে সেখানে র্যাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।