শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 28, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মে: মেহেরপুর জেলা ছাত্র শিবিরের উদ্যোগে শুক্রবার মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে চলতি সালে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। জেলা ছাত্র শিবিরের সভাপতি সোহেল রানা ডলারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা ও গবেষনা বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ রাসেল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল আরেফিন লেলিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামির আমীর আলহাজ মোঃ ছমিরউদ্দিন, সেক্রেটারি আলহাজ মোঃ সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন শিবিরের জেলা সেক্রেটারি মুঃ সাইফুল ইসলাম, শিক্ষার্থী পিয়া প্রমুখ। পরে সেখানে সাইক্লোন শিল্পি গোষ্ঠীর শিল্পিদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, গোলাপ ও রজনী গন্ধার স্টিক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও গাংনীর বাদিয়াপাড়া মাদ্রাসা থেকে জেলায় সর্বাধিক জিপিএ-৫ পাওয়ায় ওই প্রতিষ্ঠান ২ টি কেও ক্রেস্ট প্রদান করা হয়। মেহেরপুর পৌর জামায়াতের উদ্যেগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মেহেরপুর পৌর জামায়াতের উদ্যোগে শুক্রবার জেলা জামায়াত ইসলামির কার্যালয়ে পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ড জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াত ইসলামির আমীর মুসলিম আলী মাষ্টার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াত ইসলামির সেক্রেটারি মাও. মাহবুবুল আলম প্রমুখ। বৈঠকে ৭ ও ৮ নং ওয়ার্ড জামায়াত কর্মীরা অংশ গ্রহন করেন।