শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু।। অংশ নিয়েছে ১০হাজার ২৪৬ জন

By মেহেরপুর নিউজ

November 01, 2015

মেহেরপুর নিউজ,০১ নভেম্বর: শান্তিপূর্ন পরিবেশে সারাদেশের ন্যায় মেহেরপুরেও জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। এবছর মেহেরপুর জেলায় ১০টি কেন্দ্রে ১০হাজার ২৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৮টি কেন্দ্রে জেএসসিতে ৯ হাজার ৩৮৬ জন এবং ২ টি কেন্দ্রে জেডিসিতে ৮৬০ জন রয়েছে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ৩টি কেন্দ্রে জেএসসি এবং ১টি কেন্দ্রে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জেএসসিতে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬২০ জন. সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১৩৭ জন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮০৯ জন এবং জেডিসিতে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। গাংনী উপজেলায় জেএসসিতে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১০৭৯ জন, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৮৮৯ জন,বামুন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭৩০ জন, জুগিরেগোফা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪০২ জন এবং জেডিসিতে গাংনী ছিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ২৯৬ জন। মুজিবনগর উপজেলায় একটি মাত্র কেন্দ্রে জেএসসিতে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭২০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার পরপরই মেহেরপুর জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত হোসেন, এনডিসি মোহাম্মদ নুর এ আলম জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।