শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ করায় বিষপানে এক মেধাবী ছাত্রীর আত্নহত্যা

By মেহেরপুর নিউজ

May 12, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মে: এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ করায় অভিমানে বিষপান করে আত্নহত্যা করেছে ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া মেধাবী  ছাত্রী সাথী (১৬)। বিকেলে ফলাফল প্রকাশের পরপরই খারাপ সংবাদ শুনতে পেরে নিজ বাসায় বিষপান করে। হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে রাতেই ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে  মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া নওদা পাড়ার রইছদ্দিনের মেয়ে সাথী(১৬) ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মেধাবী এ ছাত্রী স্কুলে সর্বসময় প্রথম স্থান দখল করতো। কিন্তু বৃহস্পতিবার  প্রকাশিত ফলাফলে সে ফেল করায় কষ্ট সহিতে না পেরে বিষপান করে। পরিবারের লোকজন বিষপানের ঘটনা বুঝতে পেরে দ্রুত মেহেরপুর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টার সময় সে মারা যায়।