বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এসএসসি পরীক্ষার শুরু

By মেহেরপুর নিউজ

February 01, 2018

মেহেরপুর নিউজ, ০১ ফেব্রুয়ারী: সারা দেশের ন্যায় মেহেরপুরে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার জেলার ১৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ জেলারর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এবছর এসএসসি পরীক্ষায় ১০টি কেন্দ্রে ৭ হাজার ৯শ ৯১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। যার মধ্যে সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩শ ২৯ জন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯শ ১৪ জন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭শ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯শ ৪৭ জন, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৭শ ৩৭ জন, বামুন্দি নিশিপুর মাদ্রমিক বিদ্যালয় কেন্দ্রে ৭শ ১৪ জন, জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩শ ৭১ জন, মুজিবনগর মাদ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪শ ৪৪ জন, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২শ ৭৫ জন ও বামন্দি মাদ্যমিক বালিকা কেন্দ্রে ৫শ ৬০ জন পরীক্ষার্থী অংশ নেন।

এছাড়াও দাখিল পরীক্ষায় দুটি কেন্দ্রে ৬শ ২০ জন ও এসএসসি ভোকেশনালা পরীক্ষায় ৩টি কেন্দ্রে ১ হাজার ১৯ জন পরীক্ষায় অংশ নেন। যার মধ্যে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসায় ৩শ ৫০ জন, গাংনী ছিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় ২শ ৭০ জন, মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৪শ ৬৪ জন, সন্ধানী স্কুল এন্ড কলেজে ৩শ ৯৫ জন ও দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১শ ৬০ জন পরীক্ষার্থী অংশ নেন।