বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এসএসসি পরীক্ষা শুরু

By মেহেরপুর নিউজ

February 02, 2017

মেহেরপুর নিউজ, ০২ ফেব্রুয়ারী: সারা দেশের ন্যায় মেহেরপুরেও সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমান শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে এক যোগে জেলার ৯টি কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর জেলার ৯টি কেন্দ্র ৬ হাজার ১শ ৩৬ পরীক্ষার্থী অংশ গ্রহন করছে।

এর মধ্যে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯শ ৮০ জন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭শ ২৩ জন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে ৭শ ৫৮ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৫শ ৫২ জন, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬শ ৯২ জন, বামুন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে ৮শ ৭৬ জন, জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়ে ২শ ৮০ জন, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ১শ ৫ জন এবং সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ে ১শ ৭০ জন পরীক্ষা অংশ গ্রহন করছে।

এদিকে দালিল পরীক্ষায় ২টি কেন্দ্রে ৬শ ৩৪ জন ও এসএসসি ভোকেশনাল) পরীক্ষায় ৩টি কেন্দ্রে ৯শ ২৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে।

পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শুভ্র দাস, সহকারী কমিশনার মোহাম্মদ নুরে আলম, জেলা শিক্ষা কর্মকর্তা শুভাষ চন্দ্র গোলদার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে।