বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ।। জিনিয়াস শতভাগ পাশসহ জেলায় প্রথম

By মেহেরপুর নিউজ

May 04, 2017

মেহেরপুর নিউজ, ০৪মে: ২০১৭ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলার পাশ করেছে ৮৫.৪৪ ভাগ। জেলায় প্রথম স্থান অধিকার করেছে জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ। তাদের পাশের হার শতকার ১শ ভাগ।

এছাড়াও জেলার নামকরা বিদ্যালয় গুলোর মধ্যে সরকারী বালক বিদ্যালয় ৯২.৬৫ ভাগ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৪.২১ ভাগ, গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের ৯১.৯১ ভাগ এবং গাংনী পাইলট স্কুল এন্ড কলেজে ৮৪.৭৬ ভাগ পাশ করেছে।

চলতি সালে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ২ হাজার ৩শ ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। এদের মধ্যে ৫২জন জিপিএ-৫ সহ পাশ করেছে ২ হাজার ৮জন। প

রীক্ষায় জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ ৫২জন পরীক্ষা দিয়ে ১৫ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করার গৌরব অর্জন করেন।

এছাড়াও জেলার নামকরা বিদ্যালয় গুলোর মধ্যে সরকারী বালক বিদ্যালয় বিদ্যালয় থেকে ২শ ১৭ জন পরীক্ষা দিয়ে ১৬জন জিপিএ-৫ সহ ২শ ১জন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে ২শ ৪২ জন পরীক্ষা দিয়ে ১৮জন জিপিএ-৫ সহ ২শ ২৮জন, গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে ৯৯ জন পরীক্ষা দিয়ে ২২জন জিপিএ-৫ সহ ৯১ জন।এবং গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ থেকে ৩শ ২ জন পরীক্ষা দিয়ে ২৬ জন জিপিএ-৫ সহ ২শ ৫৬ জন পাশ করেছে।

এদিকে সদর উপজেলার মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজ ৭৪.৯৯ আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৭৫. ৭০, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৮১.০৯, জাদুখালী স্কুল এন্ড কলেজ ৯১.৬৬, কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন জিপিএ-৫ সহ ৮১.০৮, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ৭৫.৩০, কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ৭২ ভাগ, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন জিপিএ-৫ সহ ৯০.৫০, শালিকা মাধ্যমিক বিদ্যালয় ৮৮.৪৬, গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় ৮৭.৭১, উজলপুর মাধ্যমিক বিদ্যালয় ৭৯.০৬, টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় শতভাগ, সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয় ৮৩.৩৩, পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় ৮০.৫০, কলমিজল মাধ্যমিক বিদ্যালয় ৮৬.৭৬, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় ৮৬.৮৪, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় ৮০.৯৫, বাড়িবাকা মাধ্যমিক বিদ্যালয় ৫১.৪২, ঝাউবাড়িয়া ৮৩.০৭, ভৈরব বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৮১.২৫, হাতিভাঙা মাধ্যমিক বিদ্যালয় ৯০, আরআর মাধ্যমিক বিদ্যালয় ৮২, চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় ৮০, বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় ৭১.৪২, হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় ৬১.৯০, কাজী নজরুল ৬৯.৪৪, মদনাডাঙ্গা শতভাগ, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৮৭.০৫, সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় ৬৮.১৮, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন জিপিএ-৫ সহ ৮৫.৫১, শ্যামপুর শালিক মাধ্যমিক বিদ্যালয় ৯৬.৯৬, শোলমারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৯৩.৭৫,সিএইচএস মাধ্যমিক বিদ্যালয় ৮০.৭৬, বরশীবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৯৩. ৩৩ এবং সীমান্ত বালিকা ২২.২২ভাগ পাশ করেছে।