শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে এসএসসি (ভকেশনাল ) পরীক্ষার্থীদের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

March 02, 2016

মেহেরপুর নিউজ,০২ মার্চ: ২০১৬ সালের এসএসসি (ভকেশনাল) পরীক্ষার উচ্চতর গণিত-২ বিষয়ে সিলেবাস বহির্ভুত প্রশ্ন হওয়ায় পাশের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে মেহেরপুরের এসএসসি (ভকেশনাল) পরীক্ষার্থীরা। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বুধবার দুপুর ১২ টার দিকে এ কর্মসূচী পালন করে ভুক্তভোগী পরীক্ষার্থীরাা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে তাদের দাবি স¤^লিত স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম তাদের স্মারকলিপি গ্রহণ করেন। কর্মসূচীতে এসএসসি পরীক্ষার্থী তুহিন হোসেন, কামরুল হাসান সোহান, আবু বকর সিদ্দিক, আল রাব্বি, রাফিসহ অর্ধশত পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মানববন্ধনে নেতৃত্বদানকারী পরীক্ষার্থী তুহিন হোসেন জানায়, গত ২৮ ফেব্রুয়ারি উচ্চতর গণিত-২ পরীক্ষায় ৪৫ নম্বরের মধ্যে ৩৩ নম্বরের প্রশ্ন হয়েছে সিলেবাসের বাইরে থেকে। মাত্র ১২ নম্বর হয়েছে সিলেবাসের মধ্যে থেকে, যা পাশ নম্বরেরও কম। এমতাবস্থায় তাদের দাবি উক্ত বিষয়ে যাতে সকলকে পাশ করানোর ব্যবস্থা করা হয়। না হলে প্রত্যেকের শিক্ষাজীবন থেকে এক বছর করে নষ্ট হবে বলে জানায় সে।