বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এসএসসি ’৯১ ব্যাচের পক্ষ থেকে কৃতি সন্তানদের সংবর্ধনা

By Meherpur News

August 02, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরে ১৯৯১ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে মেহেরপুর সরকারি কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং এসএসসি ’৯১ ব্যাচের জেলা সমন্বয়ক কাউছার আলী। সঞ্চালনায় ছিলেন মেহেরপুর পৌর কলেজের সহকারী অধ্যাপক ড. মো. আলিবদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর এবং একই কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক খেজমত আলী মালিথা।

এছাড়াও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রকিবুল হাসান, সংবর্ধিতদের পক্ষ থেকে মুবাশ্বিরা রহমান এবং ব্যাচ সদস্য শিরিন সুলতানা স্বাগত বক্তব্য প্রদান করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ব্যাচের সদস্যদের এমন কৃতি সন্তানরা, যারা বিভিন্ন পাবলিক পরীক্ষায় অসামান্য কৃতিত্ব অর্জন করেছেন, তাঁদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। মেহেরপুরে এসএসসি ’৯১ ব্যাচের পক্ষ থেকে কৃতি সন্তানদের সংবর্ধনা