মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ এপ্রিল: মেহেরপুরে কেক কেটে, আলোচনা সভা ও পূনর্মিলনীর মধ্যে দিয়ে ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এ্যাপোলো ক্রীড়া চক্র। আজ সোমবার রাত ৮টার দিকে মেহেরপুর শহরের হোটেলবাজার তেতুলতলা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক শামিমুল ইসলাম শামিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলনা বিভাগীয় ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া। বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষক রমজান আলী, সুজনের মেহেরপুর শাখার সাধারন সম্পাদক শামি জাহাঙ্গীর সেন্টু, অঞ্চল ভট্রাচার্য, মিজানুর রহমান, আব্দুল সাত্তার মুক্তা, কামাল হোসেন, মামুনুর রশিদ প্রমুখ। এর আগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক মুজাহিদ মুন্না।অনুষ্ঠান শেষে সেখানে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।