শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে এ আই ইউবি বিতর্ক উৎসব চলছে

By মেহেরপুর নিউজ

May 03, 2015

মেহেরপুর নিউজ,০৩ মে: জাগো মেহেরপুর ও এএমএস এর যোৗথ উদ্যোগে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগীতায় দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বিতর্ক উৎসব । এ উপলক্ষে সকালে মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুর নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মেহেরপুর শহীদ সুামুজ্জোহা পার্ক থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালীতে অন্যান্যেদের মধ্যে পাবলিক প্রসিকিউটর অ্যাড, পল্লব ভট্টাচার্য, জাগো মেহেরপুরের উপদেষ্টা ও সমাজসেবক সিরাজুল ইসলাম মাষ্টার. বিতর্ক সংগঠক ও এনটিভি সিনিয়র স্টাফ রিপোর্টার মুকাসিমুল আহসান অপু, প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য, এএমএস এর মুখপাত্র এস এম ফয়সাল, জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমানসহ বিতার্কিকরা অংশগ্রহন করেন। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী বিতর্ক উৎসবের উদ্বোধন করেণ পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু। শোয়েব রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মাজেদুর রহমান খান, পাবলিক প্রসিকিউটর অ্যাড, পল্লব ভট্টাচার্য, জাগো মেহেরপুরের উপদেষ্টা ও সমাজসেবক সিরাজুল ইসলাম মাষ্টার. বিতর্ক সংগঠক ও এনটিভি সিনিয়র স্টাফ রিপোর্টার মুকাসিমুল আহসান অপু, প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ৩২০ জন শিক্ষার্থী বিতর্ক উৎসবে অংশ গ্রহণ করেছেন। উৎসব চলবে রাত ৮টা পর্যন্ত।