আইন-আদালত

মেহেরপুরে ঔষধের দোকানে জরিমানা

By মেহেরপুর নিউজ

September 26, 2016

মেহেরপুর নিউজ, ২৬ সেপ্টেম্বর: মেহেরপুরের একটি ঔষধের দোকানে ফ্রিজে রাখা ঔষধের সাথে মাৎস, ঔষধের প্যাকেটে শ্যওলা! ভ্রাম্যমান আদালত এমনি একটি দোকান মালিকের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি রামানন্দ পাল এ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক রামানন্দ পাল জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় শহরের কাথুলী সড়কের সেবা ফার্মেসীতে রাখা ফ্রিজ খুলে দেখতে পাই সেখানে মাংস এবং বিভিন্ন ধরনের ঔষধ রাখা হয়েছে। ঔষধের প্যাকেটে শ্যওলা জমে থাকাসহ মেয়াদ উর্ত্তীন ঔষধ পাওয়ায় ১৯৫০ সালের ঔষধ আইনের ১৮ এর (এ) ২৭ ধারায় দোকান মালিক সুরুজ হোসেনের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একই সময়ে কাথুলী সড়কের রানা ফারর্মসীর ৩ হাজার এবং মেহেরপুর কলেজ সড়কে মাদ্রাজ হারবালের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।