টপ নিউজ

মেহেরপুরে কখন কোথায় পবিত্র ঈদুল ফিতরের জামাত

By মেহেরপুর নিউজ

April 30, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। এবং দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে মেহেরপুর শহরের পুরাতন ঈদগাহ মাঠে সকাল ৮.১৫ মিনিটের সময়।

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে মেহেরপুর শহরের পুরাতন ঈদগাহ মাঠে সকাল ৮.১৫ মিনিটে।

এছাড়াও মেহেরপুর কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮.৩০ মিনিটে, মেহেরপুর থানা মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭ টায়,মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে মহিলাদের জামাত সকাল ৮.৪৫ মিনিটে এবং শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে আহলে হাদিস এর জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬.৩০ মিনিটে ।

মেহেরপুর জেলার অন্যান্য ঈদগাহ ময়দানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধান জামাতের সাথে সমন্বয় করে কর্মসূচি নির্ধারণ করবেন। বৈরী আবহাওয়া থাকলে ঈদের জামাত স্ব-স্ব মসজিদে অনুষ্ঠিত হবে। মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাতের ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, শহরের পুরাতন ঈদগাহ মাঠের জামাতে ইমামতি করবেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রোকনুজ্জামান। কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে ইমামতি করবেন কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ জুবায়ের হেসেন।