কৃষি সমাচার

মেহেরপুরে কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের চুক্তিবদ্ধ চাষীদের প্রশিক্ষন

By মেহেরপুর নিউজ

April 01, 2015

মেহেরপুর নিউজ,০১ এপ্রিল: বিএডিসি মেহেরপুরের উদ্যোগে কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের চুক্তিবদ্ধ চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের উপপরিচালক অনুপ কুমারের সভাপতিত্বে প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎলা ফার্ম’র যুগ্ম পরিচালক আলমগীর মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, বীজ প্রসেসিং কর্মকর্তা এস এম রজাউল হুদা, আমঝুপি ডাল ও তৈল বীজে খামারের সহকারী পরিচালক মীর্জা শফিকুল ইসলাম। প্রশিক্ষনে কন্ট্রাক্ট গ্রোয়াস জোনের চুক্তিবদ্ধ চাষীরা অংশগ্রহণ করেন।

পরে,২০১৪-১৫ উৎপাদন মৌসুমে চুক্তিবদ্ধ আমন ধান চাষীদের মধ্যে চেক বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫২ আমন ধান চাষীদের মধ্যে চেক বিতরণ করেন। কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের উপপরিচালক অনুপ কুমারের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎলা ফার্মে’র যুগ্ম পরিচালক আলমগীর মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, বীজ প্রসেসিং কর্মকর্তা এস এম রজাউল হুদা, আমঝুপি ডাল ও তৈল বীজ খামারের সহকারী পরিচালক মীর্জা শফিকুল ইসলাম।