তথ্য প্রযুক্তি

মেহেরপুরে কপিরাইট আইন সচেতনতা বৃদ্ধি করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 22, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ মে: কপিরাইট ও কপিরাইট আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক কর্মসূচী বাস্তবায়ন উপলক্ষে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে । সেমিনারে স্থানীয় সাংবাদিক, কবি-সাহিত্যক, আইনজীবি, শিক্ষক, রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহন করেন। আজ বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ কপিরাইট অফিস ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন।বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.আব্দুস শহিদ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কপিরাইট বোর্ডের নিবন্ধক মঞ্জুর মোর্শেদ চৌধুরী। কপিরাইট সমিক্ষা,সুরক্ষা ও সুফল শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি ও কপিরাইট বোর্ডের সদস্য নুরুল হুদা । মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক আনিসুজ্জামান মেন্টু,কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী,সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু,শ্বাশত নিপ্পন ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।