বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কবুতর ওড়ানো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

June 09, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে হাইফ্লাইয়ার পিজিয়ন এসোসিয়েশনের উদ্যোগে কবুতর উড়ানো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর গিয়াস গার্ডেন সিটি পার্কে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা হাই ফ্লাইয়ার পিজিয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রাব্বি ইভানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহিন রেজার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মাহাবুব আলম রবি, মেহেরপুর জেলা হাই ফ্লাইয়ার পিজিয়ন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মিঠুন আলী, আমঝুপি পিজিয়ন ক্লাবের সভাপতি মোঃ নয়ন, হরিরামপুর পিজিয়ন ক্লাবের সভাপতি মোঃ আবেদীন, মনোহরপুর পিজিয়ন ক্লাবের সভাপতি রাশিদুল ইসলাম, মেহেরপুর স্বাধীনতা ক্লাবের সাধারণ সম্পাদক চন্দন শেখ প্রমুখ।

এর আগে মেহেরপুর হাইফ্লাইয়ার পিজিয়ন অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১ জানুয়ারি ২০২৩ থেকে শুরু করে ৩১ মে ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত কবুতর ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে ১১৩ জন প্রতিযোগীর মধ্যে সুবিদপুর খানপাড়া এলাকার উজির খান ৯ ঘন্টা ২৭ মিনিট কবুতর উড়িয়ে প্রথম স্থান, হাসিবুল ইসলাম ৮ ঘন্টা ৫২ মিনিট তার কবুতর উড়িয়ে দ্বিতীয় স্থান এবং বেড় পাড়া এলাকার মোহাম্মদ মন্টু ৮ ঘন্টা ৪৩ মিনিট তার কবুতর উড়িয়ে তৃতীয় স্থান অধিকার করেন।