বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে করোনার বিশেষ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 08, 2023

মেহেরপুর নিউজ:

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে মেহেরপুরে ভ্যাকসিনের ৩য় ও ৪র্থ ডোজ এবং ১ম ও ২য় ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন।

শনিবার সকালে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার সেখানে উপস্থিত ছিলেন।

কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে নিজেদের অধিক সুরক্ষিত করার লক্ষ্যে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী সব নাগরিককে কোভিড-১৯ ভ্যাকসিনের ৩য় এবং ৪র্থ ডোজ দেওয়া হবে। এরই মধ্যে যারা কমপক্ষে ৪ (চার) মাস আগে ২য় বা ৩য় ডোজ গ্রহণ করেছেন, তাদের প্রাপ্যতা অনুযায়ী ৩য় বা ৪র্থ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে।

এ ক্যাম্পেইনে বিশেষ করে সম্মুখসারির যোদ্ধা, ৬০ বছরের ঊর্ধ্ব, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে।

এছাড়াও চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম হিসেবে যেসব ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিক এখনও কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজ গ্রহণ করেননি তারা কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

এ বিশেষ ক্যাম্পেইনের পাশাপাশি ৫-১১ বছর বয়সী যেসব শিশু এখনও ১ম বা ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে।

মেহেরপুর পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রে এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৮ ও ১০ জুলাই এবং ইউনিয়ন এলাকার প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত টিকাদান কেন্দ্রে ৮ ও ১১ জুলাই এ কার্যক্রম চলবে। মেহেরপুর পৌর এলাকায় মিশন প্রাথমিক বিদ্যালয়, সূর্যের হাসি ক্লিনিক উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মেহেরপুর পলিটেকনিক ,চক্রপাড়া মেহেরপুর পৌরসভা কবি নজরুল শিক্ষা মঞ্জিল, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা টিকা দেওয়া হচ্ছে। ভ্যাকসিন নিন, সুরক্ষিত থাকুন। অন্যকেও সুরক্ষিত রাখুন।