জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরে করোনা ভাইরাসে চীনা সামগ্রি দুষ্প্রাপ্য

By মেহেরপুর নিউজ

February 23, 2020

মেহেরপুর নিউজ: করোনা ভাইরাসের প্রভাবে চীন থেকে সব ধরনের ইলেকট্রনিক পণ্য আমদানি বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে মেহেরপুরের মার্কেটগুলোতে । হার্ডওয়ার, রেডিও, টিভি, মোবাইল ইত্যাদি পণ্য সামগ্রি বিক্রির দোকান গুলোতে চিন দেশে উৎপাদিত সামগ্রির দাম বেড়ে গেছে। অনেক পণ্যর দাম বেড়ে দ্বিগুন হয়েছে। অবার অনেক পণ্য দোকানে থাকলেও সংকট অজুহাতে দ্বিগুন দাম চাওয়া হচ্ছে। বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনা ভাইরাস প্রভাবে বেড়ে গেছে ফলের দামও। ফল ভেদে প্রতি কেজিতে খুচরা বাজারে দাম বেড়েছে ৫০ থেকে ৮০ টাকা। বিক্রেতারা জানান, এই মুহূর্তে চীন থেকে ফল আমদানি বন্ধ থাকায় সংকট কারণেই দাম বেড়েছে। ফলের দাম বৃদ্ধিতে স্থানীয়ভাবে উৎপাদিত কলা, বেল পেয়ারা ফলেরও দাম বেড়ে গেছে।

ফলবাজার ঘুরে দেখা যায়, চায়না হানি ফুজি আপেলের ২০ কেজির কার্টুন ১ হাজার ৫শ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫শ টাকায়। খুচরা বাজারে এ ফল প্রতি কেজি বিক্রি করা হতো ১১০ টাকায়, কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। চায়না ফলের পাশাপাশি বাজারে অন্যান্য স্থানীয় ফলের দামও বেড়ে চলেছে।

ইলেক্ট্রোনিক্স বাজারে বিশেষ করে কম্পিউটারের মাদার বোর্ড, র‌্যাম, প্রসেসর, স্যাটা হার্ডডিস্ক, এসএসডি হার্ডডিস্ক, পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান, স্ক্যানার, ডিভিডি রাইটার, কি বোর্ড, মাউস, পেনড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, প্রিন্টার, টোনার, ডিএসএলআর ক্যামেরা, সিসি ক্যামেরা, ডিভিআর, এলসিডি-এলইডি মনিটর ও মোবাইল এক্সেসরিজসহ প্রায় সব পণ্যের দাম ক্রমেই বেড়ে চলেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, পর্যাপ্ত প্রডাক্ট নেই কারো হাতেই। আর যেসব দোকানে পণ্য আছে তারাও এই সুযোগটা কাজে লাগাচ্ছেন তাদের মতো করেই। সাধারণ ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের পর্যাপ্ত মনিটরিং নেই বলেই এ ধরনের ব্যবসায়ী চক্রের কাছে জিম্মি হয়ে থাকছেন সাধারণ ক্রেতারা। তবে ডিলার-ব্যবসায়ীদের বক্তব্যে পাওয়া যায় ভিন্ন কথা। তারা জানান, আমাদেরও নির্দিষ্ট দামের চেয়ে খরচ বেশি হচ্ছে বলেই বেশি দামে বিক্রি করছি। তবে যতটা বেশি বলা হচ্ছে ততটা বেশি আমরা নিচ্ছি না। বেশি দামে ক্রয়ের ব্যাপারে জানতে চাইলে তারাও এ ক্ষেত্রে করোনা ভাইরাসকে অজুহাত হিসেবে দাঁড় করেছেন।

জেলা শহরের কাথুলী সড়কের বাবু হার্ডওয়ারের মালিক বাবু হোসেন জানান- কবজা, সিটকানী, তালা, রোল শিরিষ কাগজসহ চীন দেশে উৎপাদিত সব পণ্যর দাম বেড়ে গেছে। ৩ হাজার ৫শ টাকা দিয়ে একরোল শিরিষ কাগজ পাওয়া যেত। এখন সাড়ে ৫ হাজার টাকাতেও মোকামে মিলছেনা। চিনদেশে উৎপাদিত সামগ্রি শতকরা ৪০ থেকে ৫০ টাকা বেশী দামে কিনে বিক্রি করতে হচ্ছে। ১শ টাকা দামের তালা এখন দেড়শ টাকায় কিনে বিক্রি করতে হচ্ছে। ঘড়ি ব্যবসায়ী হারুন হাবিব জানান- শতকরা ৩০ থেকে ৪০ টাকা বেশী দামে ঘড়ি কিনতে হচ্ছে।