করোনাভাইরাস

মেহেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও জীবনানাশক স্প্রে

By মেহেরপুর নিউজ

March 28, 2020

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি সহ জীবনানাশক স্প্রে করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর দত্তপাড়া যুব সমাজের উদ্যোগে মাক্স বিতরণ ও স্প্রে করা হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন উপস্থিত থেকে মাক্স বিতরণ ও জীবনানাশক স্প্রে করণের উদ্বোধন করেন।

এ সময় বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, গোভিপুর দত্তপাড়া যুব সংগঠনের সভাপতি শহীদ আহমেদ টিটু, সহ-সভাপতি মোহাম্মদ জুয়েল রানা, আশরাফুল ইসলাম চাঁদ আলী, সেলিম রেজা সাব্বির হোসেন শাহারুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সেখানে গ্রামবাসীদের মধ্যে মাক্স বিতরণ করা হয় এবং প্রধান প্রধান সড়কসহ গ্রামের আশেপাশে এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়।