আইন-আদালত

মেহেরপুরে কর্মকর্তাদের স্বাক্ষর ও সীল জাল করে নামজারীর আবেদন করায় দালালের এক মাসের জেল

By মেহেরপুর নিউজ

March 04, 2015

মেহেরপুর নিউজ,০৪ মার্চ: সহকারী কমিশনার (ভূমি), তুলনাকারী ও রেকর্ড কীপার সকলের সীল ও স্বাক্ষর জাল করে হবিবর রহমান নামের এক জনের জমি আরো ৫ জনের নামে নামজারী করার উদ্যোশ্য জমা দিয়ে জেলখানায় গেলেন নজরুল ইসলামের নামের এক দালাল। নজরুল ইসলাম সদর উপজেলার আমঝুপি গ্রামের সাহার আলীর ছেলে। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অফিস প্রাঙ্গনে মোবাইল কোর্ট আইন ২০০৯ দন্ডবিধির ১৮৬০ এর ১৮৯ ধারায় নজরুলের ইসলামের ১ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেন। এ সময় মেহেরপুর সদর থানার এস আই কামাল হোসেনসহ পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন। নকলনামজারী আবেদদনের কাগজ থেকৈ জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের সবুর খার ছেলে হবিবর রহমান ও সুলতান হোসেনের আমঝুপি মৌজার ২০৯৬ নং খতিয়ানের ২৩৩২ দাগের ৩৮ শতক জমির কাগজ যথাক্রমে বাগোয়ানের ফজিলা খাতুন, বামনপাড়ার মনোয়ারা খাতুন, আযানের ছবুরা খাতুন ও মেহেরপুর শহরের হারান আলী,আব্দুল করিম ও রশিদা খাতুনের নামে নামজারী উদ্যোশে্য সহকারী কমিশনার (ভূমি) , তুলনাকারী ও রেকর্ড কীপার সকলেরই সীল ও স্বাক্ষর জাল করে আবেদন জমা দেন দালাল নজরুল ইসলাম ।

সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান জানান, নজরুল ইসলামের আবেদন করা কাগজ সন্দেহ হলে তিন ধরে যাচাই বাছাই করা হয়। পরে আজ তাকে ডেকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জালিয়াতির কথা স্বীকার করে এবং আদালতে জবানবন্দী দেয়। সে মোতাবেক তার বিরুদ্ধে এ আদেশ দেয়া হয়।