বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ‘কর্মক্ষেত্রে এ্যাডভান্স প্রযুক্তির ব্যবহার, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

By Meherpur News

November 13, 2025

মেহেরপুর নিউজ:‘কর্মক্ষেত্রে এ্যাডভান্স প্রযুক্তির ব্যবহার, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, সদর উপজেলা আইসিটি কর্মকর্তা সুব্রত কুমার প্রমুখ।

সেমিনারে বক্তারা সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে উন্নত প্রযুক্তির কার্যকর প্রয়োগ, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।