সাঈদ হোসেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ ফেব্রুয়ারী: জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মোমবাতি প্রজ্বলন,বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ বৃহস্পতিবার সন্দ্ধ্যায় মেহেরপুর শহীদ সামসুজোহা পার্কের মুক্ত মঞ্চে অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেহেরপুর ব্যান্ড এসোসিয়েশন এর সভাপতি সুমন আজম, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের আহবায়ক মাহাবুবুল হক মন্টু, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সাইদুর রহমান,সুজন এর সাধারন সম্পাদক শামিম জাহাঙ্গীর সেন্টু। এছাড়াও একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগ সম্পাদক সাজ্জাদুল আলম। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুক্ত মঞ্চে প্রতিবাদী সংগীত অনুষ্ঠান চলছিল।