বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অরনি থিয়েটারের মোমবাতি প্রজ্বলন

By মেহেরপুর নিউজ

February 10, 2013

সাঈদ হোসেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ফেব্রুয়ারী: জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল কাদের মোল্ল­াসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মোমবাতি প্রজ্বলন করেছে অরনি থিয়েটার। আজ রোববার সন্ধ্যায় মেহেরপুর কাসারীপাড়াস্থ  অরণি থিয়েটারের কার্যালয়ে   মোমবাতি প্রজ্বলন করা হয়। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অরনি’র সভাপতি নিশান সাবের, আমরা মুক্তিযুদ্ধের সন্তানের জেলা আহবায়ক মাহাবুব হক মন্টু,  স্বর্ন সংঘ এর সদস্য সচিব মুরশেদ আলী শাকিল, বঙ্গবন্ধু শিশু একাডেমীর প্রতিনিধি আতিকুর রহমান স্বপন, অরনি থিয়েটারের উপদেষ্টা আবু তালেব প্রমুখ।