মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলা স্কাউটের উদ্যোগে উপজেলা কাব স্কাউটের এলিট লিডারদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা। বক্তব্য রাখেন কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, জেলা স্কাউটের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক আশরাফুজ্জামান, সহসভাপতি সামুসুল আরেফিন, ইয়াস নবী প্রমুখ। মতবিনিময় অনুষ্ঠানে সদর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন কাব লিডার অংশ গ্রহন করে।