মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ডিসেম্বর: রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ এই শ্বোলগানে মেহেরপুর জেলা কারাগারের উদ্যেগে কারা সপ্তাহ-২০১৪ উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টার সময় জেলা কারাগারে ঐ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তদান কর্মসূচিতে প্রধান কারারক্ষি আবু তালেব খান, ফামাসিষ্ট সৈয়দ আবু রাসেল, কারা সহকারী শাহিদুর রহমান, নিরাপত্তা রক্ষি ফকির কামারুজ্জামান এসময় সেখানে উপস্থিত ছিলেন।